প্রেসিডেন্টের ওপরে থেকে দেশ চালাবেন সূচি
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাধারণ নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ী হলে দেশ চালানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন দলটির প্রধান অং সান সূচি। তিনি প্রেসিডেন্টের ওপরে থেকে দেশ চালাবেন বলে উল্লেখ করেছেন।
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অং সান সূচি বলেন, ‘আমি প্রেসিডেন্টের ওপরে থাকব। এটা খুবই সাধারণ বার্তা।’
আসন্ন নির্বাচনে তার দল জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন এই নেত্রী। একই সঙ্গে পুরোপুরি স্বচ্ছ নির্বাচন হবে কি না এ নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
দেশটির সামরিক সরকার নোবেলজয়ী গণতন্ত্রপন্থী এই নেত্রী নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়নি। এমনকি সরকার চালনায়ও আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
মিয়ানমারের আগামী ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত কয়েক দশকে এই প্রথমবারের মতো দেশটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সামরিক সরকারের অধীনে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে— তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�