বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৫৭:৩৫

এবার মুসলিমদের পক্ষে চীনের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ

এবার মুসলিমদের পক্ষে চীনের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর শব্দগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে বাদ দিয়েছে চীন। এটাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করা হচ্ছে।

চীনা সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে বলা হয়েছে, ‘চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের ‌ইসলামভীতি রয়েছে এমন শব্দগুলো চীনের সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ বাদ দিয়ে দিয়েছে।’‌

নেট ব্যবহারকারীরে অবশ্য বলছেন মুসলিমদের তুষ্ট করতেই এই শব্দ বাদ দেয়া হয়েছে। চীনে এখন অন্তত ২ কোটি ১ লাখ মুসলিম রয়েছে। অধিকাংশই ইউঘুর শিয়াংজিনে থাকেন। আর হু মুসলিমরা থাকেন নিনশিয়া প্রদেশে।

মুসলিমদের নিয়ে খুব একটা স্বস্তিতে নেই চীনও। মাঝেমাঝেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। শিয়াংজিন প্রদেশে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (‌ইটিআইএম)‌ নামের সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। এখানে ইউঘুরদের প্রভাব কমাতে হান জনজাতীয়দের বসবাসে অনুমতি দেয়া হয়েছে বলে অভিযোগ। তাই নিয়েই এই বিক্ষোভ।

চীনের পাল্টা অভিযোগ, দেশে বেশ কয়েকটি উগ্রপন্থী হামলার পিছনে রয়েছে ‌ইটিআইএম। তাদের অনেক সদস্যই সিরিয়া থেকে আইএসের প্রশিক্ষণ নিয়ে এসেছে। নিষিদ্ধ হওয়ার পরে ‘‌গ্রিন রিলিজিয়ন’‌ বা ‘পিসফুল রিলিজিয়ন’‌–এর মতো শব্দ ব্যবহার করে সার্চ করা হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে