বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:১৪:২০

রোহিঙ্গা নির্যাতনের প্রভাব: চরম বিপর্যয়ে মিয়ানমারের অর্থনীতি

রোহিঙ্গা নির্যাতনের প্রভাব: চরম বিপর্যয়ে মিয়ানমারের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অত্যাচার, নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে তা ইতোমধ্যে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আর এর চরম প্রভাব পরতে শুরু করেছে দেশটির অর্থনীতির উপর।

দেশটির শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দি মিয়ানমার টাইমস-এ প্রকাশিত এক রিপোর্টে আজ জানা যায়, মিয়ানমারে বিভিন্ন দেশের পর্যটকরা ইতোমধ্যে আসা বন্ধ করে দিয়েছে। যেসব পর্যটক হোটেল, মোটেল এবং রেস্ট হাউজ বুক করেছিলেন তারাও বুকিং বাতিল করে দিচ্ছে।

মিয়ানমার ট্রাভেল এসোসিয়েশনের চেয়ারম্যান ইউ থেট লিন টহ বলেন, সব ধরনের বুকিং বাতিলের হার বেড়ে গেছে। পর্যটকরা বুঝতে পারছে না যে তারা যেসব এলাকার জন্য হোটেল বুকিং করেছে সেসব এলাকা রাখাইন রাজ্য থেকে অনেক দূরে।

তিনি বলেন, মিয়ানমার সরকারের উচিৎ দেশটির কোথায় কোথায় ভ্রমণের জন্য নিরাপদ এ বিষয়টি বিদেশী পর্যটকদের জানিয়ে দেয়া।

মিয়ানমার ট্যুরিজম মার্কেটিং কমিটির চেয়ারম্যান ড মে মিয়াট মন উইন দি মিয়ানমার টাইমস কে বলেন, পর্যটন শিল্প যেখানে মিয়ানমারের প্রত্যন্ত এলাকার মানুষের দারিদ্রতা দূরীকরণে ভূমিকা রাখছে সেখানে পর্যটক সংখ্যা কমে গেলে এর প্রভাব পরবে তাদের জীবিকার উপর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে