বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:১৫:০৪

জীবিত লাদেনকে ২৫ মিলিয়ন ডলারে কিনেছিল আমেরিকা : সেইমুর হর্ষ

জীবিত লাদেনকে ২৫ মিলিয়ন ডলারে কিনেছিল আমেরিকা : সেইমুর হর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে জীবিত লাদেনকে কিনেছিল আমেরিকা। ডলারের বদলে সিআইএ পেয়েছিল লাদেন কোথায় আছেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য।

আর সেই সব তথ্যই সিআইয়ের হাতে তুলে দিয়েছিল আইএসআই। লাদেন সংক্রান্ত এমনই একাধিক চাঞ্চল্যকর দাবি তুললেন প্রবীণ ইনভেসটিগেটিভ সাংবাদিক সেইমুর হর্ষ।

লন্ডন বুক রিভিউতে নতুন এক অ্যাকাউন্টে তিনি ২০১১ সালের লাদেন নিকেশ সংক্রান্ত যাবতীয় অজানা তথ্য তুলে ধরেছেন। এমনকি লাদেন নিকেশের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পেশ করা যাবতীয় তথ্যকে মিথ্যা বলেও ব্যাখ্যা করেছেন তিনি। তার কথায়, ২০০৬ সাল থেকে পাকিস্তানের অ্যাবাটাবাদে পাক প্রশাসন ও আইএসআইয়ের হাতে বন্দি ছিলেন লাদেন।  

শেষমেশ ২০০৬ সালে পাক আর্মি চিফ আশফাক পারভেজ কায়েনি ও জেনারেল শুজা পাশা সব তথ্য দিয়ে লাদেনকে খুন করতে সাহায্য করেছিলেন। তারা জানতেন মার্কিন হানা সম্পর্কে যাবতীয় তথ্য। এমনকি তাদের হস্তক্ষেপেই অ্যাবাটাবাদে বিনা সমস্যায় পৌঁছেছিল মার্কিন হেলিকপ্টার।

২ মে ২০১১ সালে মার্কিন সেনার গোপন অভিযানে খতম হন বিশ্বের ত্রাস ওসামা বিন লাদেন। তারপর পাকিস্তানের প্রশাসনের তরফে সুর তোলা হয় লাদেনকে খুন করা হয়েছে পাকিস্তানকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই। তবে পাকিস্তানের সেই দাবিকে চ্যালেঞ্জ জানালেন সেইমুর হর্ষ। সূত্র: কলকাতা ২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে