ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ নরেন্দ্র মোদির
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজের পর্যালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মকর্তাদের দ্রুত এ নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন।
নরেন্দ্র মোদি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ দ্রুত শেষ করতে পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে এমন রাজ্যগুলোর মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বুধবার নয়াদিল্লীতে এক বৈঠকে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
এছাড়া, জন-ধন যোজনা প্রকল্প সংক্রান্ত কিছু অসন্তোষের বিষয় পর্যালোচনা করেন এবং এ প্রকল্পের সুবিধা সম্পর্কে জনগণকে জানাতে বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী হাইওয়ে, রেলওয়ে, বিদ্যুৎ, কয়লা ও বিমানবন্দর খাতে অবকাঠামো প্রকল্পসমূহের কাজের অগ্রগতির সর্বশেষ অবস্থা জানতে চান।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�