বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১০:১৭:২৮

মমতা ব্যানার্জীর আশির্বাদে এসি কেবিনে ভ্যান চালক শহীদুল

মমতা ব্যানার্জীর আশির্বাদে এসি কেবিনে ভ্যান চালক শহীদুল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিবঙ্গের হাসপাতালগুলোতে ঘুরে ঘুরে কোথাও বিছানা পাননি জলপাইগুড়ির ভ্যান চালক শহীদুল আলম। কিন্তু এখন সে এসি কেবিনে শুয়ে শুয়ে চিকিৎসা নিচ্ছে। আর আলাদীনের চেরাগ পাওয়ার মতো ঘটনাটি যে শক্তি বলে হয়েছে তার নাম মমতা ব্যানার্জী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

জানা গেছে, ভ্যান চালক শহিদুল গত সোমবার এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে কলকাতার কোন এক হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন ডাক্তাররা। তখন শহিদুলের পরিবারের লোকজন তাকে নিয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালে অনেক ঘোরাঘুরি করেও একটি বিছানা খালি পায় নি। এমনকি একই হাসপাতালে বারবার যাওয়ার পরও তাকে ফিরিয়ে দেওয়া হয়।

এরপর শহিদুলের পরিবার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। কালিঘাটে মমতার সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানান তারা। সঙ্গে সঙ্গে মমতা শহিদুলকে সিথ সুখলাল করোনানি মেমোরিয়াল হাসপাতালে একটি এসি কেবিনের ব্যবস্থা করে দেন। তাকে চারজন পুলিশ কর্মকর্তার তত্তাবধায়নে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। অথচ এই হাসপাতাল থেকেই বিছানা খালি নেই বলে শহিদুলকে ফিরিয়ে দেওয়া হয়েছিলো। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে