শস্য রাখার জন্যে তৈরি করা হয়েছে পিরামিড
আন্তর্জাতিক ডেস্ক : বাইবেলে বর্ণিত জোসেফ মিশরে যেসব পিরামিড নির্মান করেছেন সেসব ফারাও সম্রাটদের সমাধির জন্যে নয়, বরং শস্য মজুদের জন্যে তা তৈরি করা হয়েছে। প্রত্মতাত্ত্বিকদের ধারণা নাকচ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী বেন কার্সন এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত নিউরো সার্জন বেন কার্সন ১৯৯৮ সালে এন্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে এ মন্তব্যটি করেন। সম্প্রতি এক ভিডিও পোস্টের মাধ্যমে একথা প্রকাশ করা হয়। উল্লেখ্য এন্ড্রুজ বিশ্ববিদ্যালয় সেভেনথ-ডে অ্যাডভেনটিস্ট চার্চের সঙ্গে যুক্ত যা রক্ষণশীল প্রোটেসট্যান্ট খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উপাসনালয়।
কার্সন বলেন, আমার ব্যক্তিগত মত হলো জোশেফ শস্য মজুদের জন্যে পিরামিডগুলো তৈরি করেছেন। যদিও বর্তমানে সকল প্রত্মতাত্ত্বিকই মনে করেন ফারাওদের জন্যে এসব পিরামিড তৈরি করা হয়েছে।
ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী জ্যাকবের ১২ পুত্রের একজন ছিলেন জোশেফ। মিশর যাওয়ার পথে এক বণিকের কাছে তার ভাইয়েরা জোশেফকে বিক্রি করে দেন। পরে তিনি মিশরের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ