শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০৫:৩২

চীনে ইসলাম বিরোধী শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

চীনে ইসলাম বিরোধী শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়া শব্দ ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করল চীনে। সোশ্যাল মিডিয়ায় আর ইসলাম বিরোধী কোনও শব্দ ব্যবহার করা যাবে না, এমনই একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চীন ২১ মিলিয়নেরও বেশি শুধু মুসলিম, সরকারি হিসাব অনুসারে। সরকারি পক্ষে জানানো হয়েছে, ইসলাম বিরোধী কোনও শব্দ ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়াতে। বৃহস্পতিবার চীন সরকার এই নতুন নিষেধাজ্ঞা জারি করেছে।  

প্রসঙ্গত, জিনজিয়াং এবং নিনক্সিয়া এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি। গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ইসলামোফোবিক এই সমস্ত শব্দগুলির জন্য অহেতুক উত্তেজনার সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। সাম্প্রদায়িক উত্তেজনা রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মধ্যে ইতিমধ্যেই জারি হয়েছিল কড়া নিয়ম। সিরিয়া ও ইরাকে গিয়ে চীনাদের আইএসে যোগ দেওয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। সেই জন্যই জারি হয়েছে এই কড়া নিয়ম।

জিনজিয়াং প্রদেশে মূলত চীনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। অপরদিকে, নিনক্সিয়া এলাকায় হুই কমিউনিটির মানুষ বসবাস করে। মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে সম্প্রতি কয়েকশো সেনা পাঠিয়েছে চীনা সরকার।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে