আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়াকে ধ্বংস করার হুমকি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির নেতা কিম জং উন। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার জাতিসঙ্ঘে দেয়া ভাষণে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ'তে প্রকাশিত ওই বিবৃতিতে কিম মার্কিন প্রেসিডেন্টকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে উল্লেখ করেন। বলেন, ট্রাম্পের হুমকির জবাব দেয়ার বিষয়ে কঠোর চিন্তা-ভাবনা করছেন তিনি।
এ ছাড়া বিবৃতিতে ট্রাম্পকে ‘দুষ্টপ্রকৃতির’ এবং ‘গ্যাংস্টার’ হিসেবে অভিহিত করে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আগুন নিয়ে খেলছেন। একটি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার দায়িত্ব পালনে ট্রাম্প অযোগ্য বলেও মন্তব্য করেন কিম।
উত্তর কোরিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র এবং ৬ষ্ট পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে পিয়ংইয়ং-ওয়াশিংটনে দীর্ঘ দিনের উত্তেজনা আরো তুঙ্গে উঠেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস