শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০২:৫৯:২৯

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়াতে হবে

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়াতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ইরান এবং চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের বিমান বাহিনীর কমান্ডাররা। আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বেইজিং-এ ইরান ও চীনের বিমান বাহিনীর কমান্ডারদের মধ্যে এক বৈঠকে এ আলোচলনা করেন তারা। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য এবং সেদেশের গণ মুক্তিফৌজ বিমান বাহিনীর প্রধান মাও শিয়াওতিয়ানের সঙ্গে বৈঠক করেন চীন সফর সফররত ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহ সাফি। উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দলের প্রধান হিসেবে সরকারিভাবে চীন সফর করছেন তিনি। সফরত ইরানের ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহ সাফি বলেন, সামরিক অভিন্ন স্বার্থ সংক্রান্ত সব বিষয়ে ইরান ও চীনের সহযোগিতা জোরদার করা উচিত। এ সম্পর্ক দুই দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এশিয়া সহ সারাবিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার নিশ্চিত করতে পারবে। এছাড়া, তেহরান এবং বেইজিং অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ সব লক্ষ্যের মধ্যে রয়েছে অন্য দেশের স্বাধীনতাকামী আন্দোলনের পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। সাক্ষাতে চীনা কমান্ডার বলেন, চীন-ইরান পারস্পরিক সম্পর্ক বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে তৎপর হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে