শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:২৫:২৮

ভারত-পাকিস্তান সীমান্তে গুলিবর্ষণ, নিহত ৬

ভারত-পাকিস্তান সীমান্তে গুলিবর্ষণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানের শিয়ালকোট সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে চার নারীসহ ছয় ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)’র এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তখনই এই ঘটনা ঘটল।সূত্র: পার্স টুডে ও এবিসি নিউজ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতীয় বাহিনী ‘বিনা উসকানিতে’ গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতীয় বাহিনী গুলি ও মর্টারের গোলা ছুঁড়েছে বলে এতে দাবি করা হয়। এ ছাড়া, গোলাগুলিতে ব্যাপক সংখ্যক গরু-ছাগলও মারা গেছে।

পাকিস্তানের ওই এলাকার হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয়েছে এবং চারটি ত্রাণ শিবির খোলা হয়েছে। পাকিস্তান সীমান্ত প্রহরীরা এ ঘটনার সমুচিত জবাব দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে