শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:০০:৪৬

‘কেউ পছন্দ করুক আর না করুক ইরান সামরিক শক্তি বৃদ্ধি করবে'

‘কেউ পছন্দ করুক আর না করুক ইরান সামরিক শক্তি বৃদ্ধি করবে'

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তীব্র সমালোচনার মুখে আজ প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন।

ইরাক-ইরান ১৯৮০-৮৮ যুদ্ধের বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুহানি বলেন, ‘কেউ পছন্দ করুক আর না করুক ইরান সামরিক শক্তি বৃদ্ধি করবে। যেটা দেশের প্রতিরক্ষার জন্য জরুরি।’

তিনি বলেন, ‘ইরান শুধুমাত্র ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করবে না, পাশাপাশি বিমান, সমুদ্র ও সেনা বাহিনীকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা হবে। যখন দেশের প্রতিরক্ষার বিষয় নিয়ে ভাবনা-চিন্তার সময় আসবে, তখন আমরা অন্যদের অনুমতির অপেক্ষা করবো না।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে