বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৬:২৯

বিমানবন্দর থেকে উধাও ৬ কোটি টাকার সোনা

 বিমানবন্দর থেকে উধাও ৬ কোটি টাকার সোনা

আন্তর্জাতিক ডেস্ক : বিমানবন্দরের ভল্ট থেকে উধাও হয়ে গেছে ৬ কোটির সোনা।  ঘটনাটি বাংলাদেশ বিমানবন্দরের নয় নয়াদিল্লি বিমানবন্দরের।
বিমানবন্দরের নিজস্ব ভল্ট থেকে উধাও হয়ে যাওয়া কোটি কোটি টাকার সোনা নিয়ে সরগরম।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কাস্টমস ভল্ট থেকে উধাও হয়ে যাওয়া সোনা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে।  কাস্টমস ভল্টের কড়া নিরাপত্তা এড়িয়ে কী করে পাচার হলো সোনা তা জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।  তথ্য জানার অধিকার আইনে সংবাদসংস্থা পিটিআই-এর একটি আবেদনে এ ঘটনার কথা জানাজানি হয়।

আদালতে মীমাংসা হওয়ার আগে পর্যন্ত বিমানবন্দরে স্মাগলারদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনা এয়ারপোর্ট টার্মিনালের মধ্যেই কাস্টমসের ভল্টে থাকে।  দিল্লি পুলিশে মোট ২৩.৬ কেজি সোনা হারানোর অভিযোগ দায়ের করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ পরিমাণ সোনার বাজারমূল্য ৬.২ কোটি টাকা।  ভল্টে সোনার বদলে অনেকটা সোনার মতোই দেখতে এক ধরনের হলুদ ধাতু রাখা রয়েছে।  এ প্রসঙ্গে ভল্টের নিরাপত্তা কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে