শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০৫:৪৯:৫৫

মঙ্গল নিয়ে নতুন তথ্য প্রকাশ করবে নাসা

মঙ্গল নিয়ে নতুন তথ্য প্রকাশ করবে নাসা

আন্তর্জাতিক ডেস্ক :মঙ্গলগ্রহ নিয়ে নতুন তথ্য প্রকাশ করার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ২টায় নাসার সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হবে। জানা যায়, সংস্থাটির মার্স এক্সপ্লোরেশন প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী মাইকেল মেয়ার নিজেই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এবং নতুন কিছু তথ্য প্রকাশ করবেন। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। ফের চাঞ্চল্যকর কিছু ঘোষণার পথে নাসা। সেটা যে কী, তা নিয়ে মানুষের মনে কৌতূহলেই রেখে দিয়েছে নাসা কর্তৃপক্ষ। এর আগে সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় নাসা। সেবারই নতুন তথ্যের প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এছাড়া 'জার্নি টু মার্স' নিয়ে খুব শিগগিরই তারা বড় ঘোষণার কথাও জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এতদিন যে লালগ্রহে প্রবাহমান পানি রয়েছে বলে নাসা অনুমান করছিল, হয়তো বিজ্ঞানীরা তার সন্ধান পেয়েছেন। এক টুইটবার্তায় নাসা জানায়, বৃহস্পতিবারের 'এক্সাইটিং' ঘোষণার জন্য অপেক্ষা করুন। তবে সেটা নিয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে