শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৭:২৬

গোপন মহড়া

 গোপন মহড়া

আন্তর্জাতিক ডেস্ক: কোরিয় উপদ্বীপের কাছে যৌথ মহড়া চালাচ্ছে মার্কিন এবং জাপানের নৌবাহিনী। মহড়ায় মার্কিন এক লাখ টনের পরমাণু শক্তিচালিত অতিবৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানের সাথে হেলিকপ্টারবাহী জাপানের অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।

এটি ছাড়াও মহড়ায় অংশ নিয়েছে জাপানি নৌবাহিনীর আরো চার যুদ্ধজাহাজ। এমন সময়ে যৌথ মহড়া চলছে যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। যৌথ মহড়া চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হলেও গতকাল এর কথা স্বীকার করে জাপানের নৌবাহিনী।

জাপানি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জাপানের প্রধান দ্বীপের দক্ষিণ এবং পশ্চিমে মহড়া চলছে। মহড়া চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত চলবে। এ ছাড়া, আগামী মাসে দক্ষিণ কোরিয়ার সাথেও মহড়া চালানো হবে বলে জাপান জানিয়েছে।

চলতি মাসের ৩ তারিখে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে। দেশটি এ পর্যন্ত যে কয়েকটি পরমাণু বোমার পরীক্ষা করেছে এটি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। এদিকে জাতিসঙ্ঘে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি দেয়ার পর দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোজেন বোমার পরীক্ষা করবে বলে ঘোষণা করেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে