শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৬:৩৯

অস্ত্রোপচারে বাঁচল মৃতপ্রায় ছেলে, চিকিৎসকদের কাছে ক্ষতিপূরণ চাইলেন বাবা

অস্ত্রোপচারে বাঁচল মৃতপ্রায় ছেলে,  চিকিৎসকদের কাছে ক্ষতিপূরণ চাইলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক  :  জীবন বাঁচানোর 'পুরস্কার' পেলেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের জন্য ছিঁড়ে ফেলতে হয়েছিল মৃতপ্রায় এক রোগীর জামাকাপড়। এ বার সেই জামার ক্ষতিপূরণ হিসাবে চিকিৎসকদের কাছে ১৫০০ ইয়েন ক্ষতিপূরণ দাবি করলেন সেই রোগীর বাবা! ঘটনাটি ঘটেছে চিনের হুবেই প্রদেশের ঝঙ্গনান হাসপাতালে।

রক্ত সংবহন সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ভর্তি করা হলে জটিল অস্ত্রোপচার করে তাঁর জীবন বাঁচান চিকিত্‍সকরা। কিন্তু তারপরেই শুরু হয় নাটক। অস্ত্রোপচারের পর ছেলেকে ওয়ার্ডে নিয়ে আসার সময় নোংরা, ছেঁড়া কাপড় দেখে রেগে যান তাঁর বাবা।

ছেলের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দেওয়া দূর অস্ত, উল্টে চিকিত্‍সকদের কাছেই ১৫০০ ইয়েন ক্ষতিপূরণ দাবি করে বসেন তিনি। এও অভিযোগ করেন যে, অস্ত্রোপচারের সময় তার ছেলের পকেট থেকে খোওয়া গিয়েছে পরিচয়পত্র, টাকা ও কিছু দরকারি কাগজপত্র।

বিষয়টি জানজানি হতেই চারদিক থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। তবে চিকিত্সকেরা ওই ব্যক্তিকে নিরাশ করেননি। সাংহাই-এর একটি প্রচারমাধ্যম সূত্রে খবর, তাঁরা ১০০০ ইয়েন ক্ষতিপূরণ হিসাবে তাকে ফেরত দিয়েছেন। --আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে