শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০৯:৩৩:০৬

এনএলডি জেতবে, আমিই সরকারে নেতৃত্ব দেব : সূচি

এনএলডি জেতবে, আমিই সরকারে নেতৃত্ব দেব : সূচি

আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের বিরোধী নেত্রী আং সান সূচি অঙ্গীকার করেছেন, সে দেশের আসন্ন নির্বাচনে তার দল জিতলে তিনিই সরকারের নেতৃত্ব দেবেন, যদিও তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। মায়ানমারে আগামী ৮ নভেম্বর রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা হবে দেশটির গত ২৫ বছরের মধ্যে প্রথম উন্মুক্ত নির্বাচন। কিন্তু এই নির্বাচনে সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) যদি জেতেও, তাহলেও দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে তার সাংবিধানিক বাধা রয়েছে। মায়ানমারের সেনাবাহিনী যে সংবিধানের খসড়া তৈরি করেছে, তাতে বলা হয়েছে বিদেশি নাগরিককে বিয়ে করলে কেউ দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। আং সান সূচির প্রয়াত স্বামী ঐতিহাসিক মাইকেল অ্যারিস ছিলেন ব্রিটিশ নাগরিক, ফলে নতুন সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্টর পদ সূচির জন্যও রুদ্ধ। কিন্তু এই পটভূমিতেও সূচি বৃহস্পতিবার দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গনে ভাষণ দিতে গিয়ে বলেছেন এভাবে তাকে আটকানো যাবে না, কারণ ভোটে তার দল জিতলে সরকার পরিচালনা করবেন তিনিই। বিরোধী নেত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট হতে না পারলেও নতুন সরকারের প্রধান হবেন তিনিই। তবে পাশাপাশি একজন প্রেসিডেন্টকেও নিয়োগ করা হবে, যিনি ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির আদর্শ ও নীতি অনুসরণ করে কাজকর্ম চালাবেন। মায়ানমার থেকে বিবিসির এক সংবাদদাতা বলছেন, আং সান সূচির এই বক্তব্যকে দেশের সেনাবাহিনীর উদ্দেশে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। তিনি আরো বলছেন, সূচির এই বক্তব্যকে অসাংবিধানিক বলেও চিহ্নিত করা হতে পারে। সূত্র: বিবিসি ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে