শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১৫:২২

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কটাক্ষ চিনের

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কটাক্ষ চিনের

আন্তর্জাতিক ডেস্ক:রথমে ব্রিকস, তারপরে রাষ্ট্রসংঘ একই ভাবে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া জবাব দিল তাদের সব ঋতুর বন্ধু চিন৷ নস্যাৎ করে দিল পাক প্রধানমন্ত্রী সাহিদ আব্বাসির ভারতকে ফাঁপরে ফেলার চেষ্টা৷ চিন জানিয়ে দিল, কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ করতে চায় তারা৷ সেক্ষেত্রে তারা পাকিস্তানের পাশে নেই, ভারত ও পাকিস্তান দুই দেশকেই কাশ্মীর সমস্যা অবশ্যই মেটাতে হবে।

চিনা বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তাদের পক্ষ থেকে বলা হয়েছে ভারত ও পাকিস্তানকে নিজেদের মধ্যে আলোচনা মাধ্যমে সমস্যা মেটাতে হবে৷ দেখতে হবে এলাকায় নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাক প্রধানমন্ত্রী আব্বাসি জানিয়েছিলেন, কাশ্মীরে বিশেষ দূত নিয়োগ করুক রাষ্ট্রসংঘ৷ পাকিস্তানের সেই চাহিদাতে কর্ণপাত না করে চিন জানিয়ে দেয় তারা ভারতকে চটিয়ে কাশ্মীর ইস্যুতে নাক গলানোর পক্ষপাতী নন৷

কিছুদিন আগেই চিনে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল চিন৷ ভারত সহ অন্য চারটি দেশের সঙ্গে তারা সহমত পোষণ করেছিল পাকিস্তানের মাটিতে ফুলে ফেঁপে ওঠা জঙ্গি সংগঠনগুলি সম্পর্কে৷ একপ্রকার পাকিস্তানকে বার্তাও দিয়েছিল তারা৷ যার ফলে বেশ কিছুটা স্তম্ভিত পাকিস্তান তড়িঘড়ি তাদের বিদেশ মন্ত্রীকে পাঠিয়েছিল চিনে৷ কিন্তু তাতেও যে চিড়ে ভেজেনি তার প্রমাণ রাষ্ট্রসংঘে চিনের বক্তব্য৷
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে