শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১৮:১২

নারী ভক্তের সম্ভ্রম নষ্ট করায় ভারতের আরেক ধর্মগুরু গ্রেফতার

নারী ভক্তের সম্ভ্রম নষ্ট করায় ভারতের আরেক ধর্মগুরু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : রাজস্থানের আলোয়ার আশ্রমের স্বঘোষিত ধর্মগুরু 'ফলহারি বাবা'কে ২১ বছরের মহিলাকে সম্ভ্রমহানী অভিযোগে গ্রেপ্তার করল পুলিস। নারীর সম্ভ্রম নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই উচ্চ রক্তচাপের কারণ দেখিয়ে বেসরকারিক হাসপাতালে ভর্তি হন তিনি। তবে শেষরক্ষা হয়নি।

শুক্রবার সরকারি হাসপাতালে তার রক্তচাপ এবং সুগার টেস্ট করা হয়। অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। আলোয়ারের ৭০ বছর বয়সী ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপান্নাচার্য কেবল ফল খেয়ে থাকেন বলে ভক্তরা তাকে 'ফলাহারি বাবা' বলে ডাকে। মাঝেমাঝেই তাকে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং চিত্র তারকাদের সঙ্গে দেখা যায়। সেই ছবি ঝোলে আশ্রমের দেওয়ালে।

নিগৃহীতা জানিয়েছেন, ৭ আগস্ট তাকে আলোয়ারের বিলাসবহুল আশ্রমে নিগ্রহ করেন ওই ধর্মগুরু। 'গ্রহণের দিন' ওই ধর্মগুরু নাকি কারও সঙ্গে সাক্ষাত্‍ করেন না বলে তাকে আশ্রমে থেকে যেতে বলা হয়। ওই রাতে 'বাবা' তাকে ঘরে ডাকে এবং তার সম্ভ্রম নষ্ট করেন।

কাউকে এ কথা জানালে ফল ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়। মহিলাও চুপ করে যান। কিন্তু ভন্ডবাবা রাম রহিমের সাজা পাওয়ার পরেই তিনি মুখ খোলেন। মহিলার বাবা-মা বহুদিন ধরেই ফলাহারি বাবার ভক্ত।

তদন্তে প্রকাশ ফলাহারি বাবা অনেক বার ওই মহিলার বাড়িতে গিয়েছেন। সেদিন কিছু টাকা দান করতে আশ্রমে গিয়েছিলেন তিনি। বাবা'র সুপারিশেই দিল্লিতে প্রবীণ এক আইনজীবীর কাছে তিনি তিন হাজার টাকা স্টাইপেন্ডে ইন্টার্ন করার সুযোগ পেয়েছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে