শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:২৭:১৩

ফের পরমাণু বোমা, আচমকা ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর কোরিয়া!

ফের পরমাণু বোমা, আচমকা ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : ফের পরমাণু বোমা ছুঁড়ল উত্তর কোরিয়া? আচমকা ভূমিকম্পে তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে উত্তর কোরিয়া ৩.৪ মাত্রা ভূমিকম্পে কেঁপে ওঠে। চীনের ভূমিকম্প বিষয়ক বিভাগ থেকে এই বার্তা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটায় ভূকম্পন অনুভূত হয়। খুব কম গভীরতায় এই কম্পনের উৎসস্থল চিহ্নিত করা হয়েছে। উত্তর কোরিয়ার উত্তর হ্যামইয়ং প্রদেশে কিলিজুতে এই কম্পনের সূত্রপাত। আর এর খুব কাছেই রয়েছে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার সাইট ‘পুংগেরি’।

এমন তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতর। যদিও এতে কোনও শব্দ উৎপন্ন না হওয়ায় ভূমিকম্পের কারণ হিসেবে পরমাণু বোমা বিস্ফোরণের কথা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চলতি মাসের শুরুতেই একটি পরমাণু বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

অন্যদিকে, চীন জানিয়েছে গত ৩ সেপ্টেম্বর যেখানে বিস্ফোরণ হয় তার অনেক কাছেই এই ভূমিকম্পের উৎসস্থল চিহ্নিত করা হয়েছে। তবে চীনের বিদেশমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সম্প্রতি, পিয়ংইয়ংয়ের বিদেশ মন্ত্রক ঘোষণা করে আমেরিকাকে জব্দ করতে এবার প্রশান্ত মহাসাগরের উপরে হাইড্রোজেন বোমা ফাটাবে তারা৷ স্পষ্ট বার্তায় কিমের দেশ জানিয়ে দিয়েছে, এবার তাদের পদক্ষেপ ইতিহাসে লেখা থাকবে৷

চলতি সেপ্টেম্বরেই হাইড্রোজেন বোমা পরীক্ষা করে একপ্রকার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন৷ জাতিসংঘ সহ বিশ্বের শক্তিধর রাষ্ট্র গুলিকে বেপাত্তা দিয়ে পর পর দু’বার জাপানের উপর দিয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা৷

এরপরেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জাতিসংঘে তার প্রথম বক্তৃতায় কিমকে ‘অন্তিম হুঁশিয়ারি’ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ উত্তর কোরিয়াকে গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি৷ তবে তাতেও ডরাতে নারাজ উত্তর কোরিয়া৷ তাদের পররাষ্ট্র মন্ত্রী রি অং-হো জানিয়েছেন, পরবর্তী সময়ে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা হবে প্রশান্ত মহাসাগরের উপরে৷

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে