রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:০১:২৩

এ নিয়ে মারাত্মক ক্ষুব্ধ, ব্যবস্থা নেবেন ট্রাম্প!

  এ নিয়ে মারাত্মক ক্ষুব্ধ, ব্যবস্থা নেবেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : কঠিন অবস্থায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়াকে নিয়ে মাথাব্যথার অন্ত নেই। হুমকি থেকে ক্ষেপনাস্ত্র পরীক্ষা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার নতুন জটিলতা হয়ে দেখা দিল পশ্চিম এশিয়ার অপর দেশ ইরান। তারা এবার আমেরিকার সতর্কবার্তাকে ছুঁড়ে ফেলে দিয়ে সফলভাবে ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে। এ নিয়ে মারাত্মক ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। ইরানের এই পরীক্ষা পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। এখন তিনি কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন ইরানের বিরুদ্ধে? এটাই এখন দেখার বিষয়।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার তারা একটি মাঝারি ক্ষমতার একটি ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে।
ইরান প্রশাসন সূত্রে খবর, ইরানের অন্তর্গত তেহরান শহরের খোরামশর এলাকায় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছে। উচ্চপর্যায়ের সেনাদের দিয়ে প্যারেড করিয়ে তারপর এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়। এমনকী ইরানের সরকারি সংবাদমাধ্যমে সেই ছবি সম্প্রচারিতও হয়েছে। শুধু তাই নয় আকাশপথ থেকে এই ক্ষেপনাস্ত্র পরীক্ষার ভিডিওগ্রাফি করা হয়েছে। শুক্রবার সকালে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এটি ইরানের ২ হাজার পাল্লার তৃতীয় ক্ষেপণাস্ত্র।

ইরানের ক্ষেপনাস্ত্র পরীক্ষায় মারাত্মক চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০১৫ সালে তেহরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছে এই ঘটনায় তা লঙ্ঘিত হয়েছে বলে তিনি মনে করেন। ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘‌যেখানে ২০২৫ সালে পারমাণবিক চুক্তি শেষ হচ্ছে, সেখানে ইরানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চুক্তিটির সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। আর এই কাজের জন্য আগামী ১৫ অক্টোবর ইরানকে মার্কিন কংগ্রেসের কাছে রিপোর্ট পেশ করতে হবে। যদি তা না করা হয় তাহলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। শুধু সময় হয়নি বলে তা প্রকাশ করা হয়নি।’‌
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে