রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪৬:২৪

তবে কি স্প্যানিশ অভিনেত্রীকেই বিয়ে করছেন রাহুল গান্ধী?

তবে কি স্প্যানিশ অভিনেত্রীকেই বিয়ে করছেন রাহুল গান্ধী?

আন্তর্জাতিক ডেস্ক : স্প্যানিশ অভিনেত্রী নাথালিয়া রামোসের সঙ্গে রাহুল গান্ধীর নিয়ে তোলপাড় হয়ে গেল নেট দুনিয়া। এই মুহূর্তে ২ সপ্তাহের জন্য আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই গত ২২শে সেপ্টেম্বর রাহুলের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে নাথালিয়া লিখেছেন, রাহুল গান্ধীর সঙ্গে সময় কাটাতে পেরে তিনি খুবই খুশি। দেশ- বিদেশের নানা তথ্য তিনি পেয়েছেন তিনি নিজেকে সমৃদ্ধ মনে করছেন।

এদিকে, এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাচেলার রাহুল গান্ধীর সঙ্গে নাথালিয়ার সম্পর্ক নিয়ে যেমন জোর গুঞ্জন শুরু হয়েছে, তেমনই রাহুল গান্ধীকে ট্রোল করতে ছাড়েনি নেটিজেনরা।

নেটিজেনরা বলছে, রাহুল বাবা রাজীব গান্ধী যেমন ইতালিয়ান সুন্দরীকে বিয়ে করছেন, তেমনি পুত্র রাহুল মনে হয় স্প্যানিশ তরুণীর সাথে ছাদনাতলায় বসছেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন স্প্যানিশ-অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত মার্কিন অভিনেত্রী নাতালিয়ার সঙ্গে তার কী সম্পর্ক খোলসা করুন রাহুল। আসলে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নাতালিয়াই। সঙ্গে রাহুলের ভূয়সী প্রশংসা করের তিনি।

স্প্যানিশ-অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত নাতালিয়ার মার্কিন নাগরিকত্ব রয়েছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমা 'ব্রাত'-এ তিনি জেসমিনের চরিত্রে অভিনয় করেন। ২০০৭ সালে গোল্ডেন রাসপবেরি পুরস্কারের জন্য ৫টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি।

২০১১ সালে নিকোলোডন টেলিভিশনে হাউস অব অনুবিস সিরিজে নিনা মার্টিনের চরিত্রে অভিনয় করেন। তার মা অস্ট্রেলিয়ার নাগরিক। বাবা স্পেনের বিখ্যাত পপ গায়ক জুয়ান কার্লোস রামোস ভাকুরো।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে