সৌদি প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার পেল বাংলাদেশি কিশোর
নিউজ ডেস্ক: অন্ধ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সৌদি আরবের প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার জিতেছে বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব।
বিশ্বের ৪০টি দেশের অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা উদ্যোক্তার পুরস্কার জিতে নেয় সাকিব। সে ঢাকা 'বিএসআইআর' স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তার আবিষ্কার স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরা পথ চলতে পারবেন।
চলার পথে ডানে-বামে ১শ' ৮০ ডিগ্রি কোণে বস্তুর অস্তিত্ব পেলে সংকেত দেবে এ গ্লাস। রিয়াদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাকিবের হাতে পুরস্কার তুলে দেন দ্য সেন্টেরিয়াল ফান্ড-টিসিএফ'র বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি।
সূত্র:সময় টিভি
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ