আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সেনাদলের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনে ইরানপন্থী একটি গ্রুপ। দক্ষিণ পশ্চিম ইয়েমেনের তায়েজ প্রদেশে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। হামলায় জেলজাল-২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে।
ইয়েমেনের আল-মাশিরাহ চ্যানেল সোমবার এ খবর দিয়েছে। এ ছাড়া, সৌদি আরবের জিজান প্রদেশের জিবাল কায়েসের কাছে একটি ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ওই গ্রুপটি।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে সৌদি জোট।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস