মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৩৪:৩২

শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিলেন এরদোগান, বললেন ‘ওই অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি তৈরি হবে’

শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিলেন এরদোগান, বললেন ‘ওই অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি তৈরি হবে’

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ইরাকে কুর্দিস্তানের স্বাধীনতার ওপর গণভোটের পর সেখানকার কুর্দিরা যখন উল্লাস করছে, তখন একে 'বিশ্বাসঘাতকতা' বলে আখ্যায়িত করে ক্রুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

ইরাকি কুর্দিস্তানের ওই গণভোটে ৭২ শতাংশ ভোট পড়েছে, এবং ধারণা করা হচ্ছে গণরায় স্বাধীনতার পক্ষেই পড়বে, যদিও এ ভোটের ফলাফল মানা বাধ্যতামূলক নয় বলে আগেই বলে দেয়া হয়েছে। ইরবিল শহরে ভোট গণনা হচ্ছে এবং সেখানে লোকজন গাড়ির হর্ণ বাজিয়ে এবং আতসবাজি পুড়িয়ে উল্লাস করছে।

ইরাকের কেন্দ্রীয় সরকার, তুরস্ক ও ইরান এ গণভোটের বিরোধিতা করেছিল। এসব দেশে সংখ্যালঘু কুর্দি জনগোষ্ঠীর আবাস রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোগান বলেছেন, কুর্দিস্তান স্বাধীনতার পথে এগিয়ে গেলে ওই অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি তৈরি হবে। এবার এ পথ নিলে শাস্তিমূলক ব্যবস্থার হুমকিও দিয়েছেন এরদোগান।

তিনি বলেন, তুরস্ক যদি সীমান্ত দিয়ে পণ্যের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে কুর্দিদের না খেয়ে থাকতে হবে। তুরস্কের ভয় তাদের সীমান্তের ওপারেএকটি স্বাধীন কুর্দি রাষ্ট্র কায়েম হলে তাদের নিজেদের ভুখন্ডে যে সংখ্যালঘু কুর্দিরা থাকে তাদের ভেতরে বিচ্ছিন্নতাবাদী মনোভাব চাগিয়ে উঠতে পারে। সূত্র-বিবিসি
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে