বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩২:০৭

সৌদি আরবের ইতিহাসে এই প্রথম গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন মেয়েরা

সৌদি আরবের ইতিহাসে এই প্রথম গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সৌদি আরবের ইতিহাসে এই প্রথম গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন মেয়েরা। বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব যেখানে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। এ কারণে ক্ষোভ দিন দিন বাড়ছিল।

সৌদি বাদশাহ সালমান এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছেন। দেশটির শীর্ষ ধর্মীয় নেতাদের কাউন্সিল এ পদক্ষেপকে সমর্থন দিয়েছে। খবর বিবিসির।

সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে,  রাজকীয় এই ডিক্রি মোতাবেক নারী ও পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। তবে ২০১৮ সালের জুন মাস থেকে তা কার্যকর হবে।

যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এই রাজকীয় আদেশে বলা হয়েছে, প্রয়োজনীয় শরিয়াহ মানদণ্ড অনুসরণ করেই এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

সৌদি সরকারের নতুন এ উদ্যোগকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নাওর্ট বলেন, আমি মনে করি সে দেশের জন্য এটি সঠিক দিক-নিদের্শনার মহান পদক্ষেপ। তারা যে এ ধরনের উদ্যোগ নিচ্ছে, সে জন্য আমরা উচ্ছ্বসিত। আমি মনে করি এটি খুবই ইতিবাচক লক্ষণ।

উল্লেখ্য, সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিল মানবাধিকার সংগঠনগুলো। গাড়ি চালানোর অভিযোগে অনেক নারীকে কারাগারেও যেতে হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে