বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৮:৫০

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক :    জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর জাপান। বুধবার ভোরে রিখটার স্কেল ৬.০ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

আবহাওয়া দফতরের বরাত দিয়ে জাপান টুডে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫.২২ মিনিটে জাপানের ইওয়াতে প্রিফেকচারে ভূমিকম্প আঘাত হানে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।  

এর আগে ২০১১ সালে এই অঞ্চলেই প্রবল ভূমিকম্পের জেরে সুনামি হয়েছিল। তবে, এবার সুনামির আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করা হয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে