বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০১:২৮:৪৮

হাতে আর বেশি সময় নেই, আঘাত করবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র

হাতে আর বেশি সময় নেই, আঘাত করবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক :   হাতে আর বেশি সময় নেই। শিগগিরই আমেরিকাকে পরমাণু অস্ত্রে আঘাত করতে পারে উত্তর কোরিয়া। এমনই আশঙ্কার কথা শোনালেন এক মার্কিন জেনারেল। তিনি বলেন, হয়তো খুব তাড়াতাড়িই আমেরিকার মূল ভূ-খণ্ডে আঘাত করতে পারে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র।

আমেরিকার উচ্চপদস্থ সেনা অফিসার জোসেফ ডানফোর্ড মার্কিন সিনেটে বলেন, বর্তমানে আমেরিকায় পরমাণু অস্ত্র ফেলার মতো ক্ষমতা উত্তর কোরিয়ার রয়েছে। আমেরিকার তাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এই হামলা হতে পারে খুব কম সময়ের মধ্যেই। তাঁর দাবি উত্তর কোরিয়া নিজেদের যুদ্ধের স্ট্র্যাটেজ একেবারে অন্যভাবে সাজাচ্ছে। ওই অফিসার আরো জানিয়েছেন, আমেরিকা ইতিমধ্যেই একাধিক গোয়েন্দাকে নির্দিষ্ট করেছে উত্তর কোরিয়ার জন্য।

উত্তর কোরিয়ার সামরিক কার্যকলাপের ওপর কড়া নজরদারি চালাচ্ছে আমেরিকা। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  পাশাপাশি আরো আটটি দেশের নাগরিকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় উঠে এসেছে ভেনেজুয়েলারও নাম।  দক্ষিণ আমেরিকার এই তেলসমৃদ্ধ দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।  উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্প টুইটারে লেখেন, আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বলে বিবেচনা করতে পারছি না, তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে