প্রথমবারের মতো রুশ ত্রাণবাহী বিমান ইয়েমেনে
আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথমবারের মতো রাশিয়ার দু’টি ত্রাণবাহী বিমান ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ করেছে। দু’টি বিমানে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জনগণের জন্য রয়েছে ৪৬ টন ত্রাণ সামগ্রী। রাশিয়ার জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রণালয়ের কথা উল্লেখ করে আজ (শুক্রবার) ‘রাশা টুডে’এ বরাদ দিয়ে রেডিও তেহরানের এক প্রতি বেদনে এই খবর দিয়েছে।
সৌদি আরব দেশটিতে যখন প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে এবং ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ঠিক তখনি রুশ কার্গো বিমান অবতরণ করলো। এর ফলে সৌদি আরবের সঙ্গে রাশিয়ার টানাপড়েন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত এবং ১৫ হাজার আহত হয়েছে। এ ছাড়া হাজার হাজার মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দুই কোটি ১০ লাখ মানুষ চরম খাদ্য সংকটের সম্মুখীন। জাতিসংঘ বলেছে, ইয়েমেনে মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�