বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৪৩:৪৯

১৩ নভেম্বরই কি আমাদের পৃথিবীর শেষ হতে চলেছে?

১৩ নভেম্বরই কি আমাদের পৃথিবীর শেষ হতে চলেছে?

আন্তর্জাতিক ডেস্ক :   মহাকাশ গবেষক ও বৈজ্ঞানিকদের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন, আসন্ন ১৩ নভেম্বরই কি আমাদের পৃথিবীর শেষ হতে চলেছে? ভাঁওতাবাজি নয়, বৈজ্ঞানিকরা দেখেছেন একটি আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দ্রুত গতিতে ভূ-পৃষ্ঠের দিকে ধেয়ে আসছে।

যা আগামী ১৩ নভেম্বর ভারত মহাসাগরের উপর ভোর ৬টা ১৫ মিনিটে আছড়ে পড়বে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম এই ইউএফও-টির অস্তিত্ব টের পান বৈজ্ঞানিকরা। চলতি বছরের অক্টোবরের মাসে উপগ্রহের মাধ্যমে তোলা ছবিতে দেখা মেলে ইউএফও-টির। বোঝা যায়, সেটি ধেয়ে আসছে সোজা পৃথবীর দিকে। তাও সজোরে।

এখন ঘটনা হল, শ্রীলঙ্কার ৬৫ কিলোমিটার দক্ষিণে ভারত মহাসাগরে আছড়ে পড়তে চলেছে ওইএফও-টি। প্রায় ৭ ফুট লম্বা ইউএফও-টি কোনও ব্যর্থ মহাকাশ অভিযানের সময় ভাঙা রকেটের টুকরোও হতে পারে বলে অনুমান। ইউএফও-টি ভূপৃষ্ঠে আছড়ে পড়লে তা হবে এক দুর্লভ দৃশ্য।

যদিও সেই দৃশ্য প্রত্যক্ষ করার পরের অবস্থা কী হবে, সে সম্পর্কে বৈজ্ঞানিকরা এখনও ধোঁয়াশায় অক্টোবর মাসে ক্যাটালিনা স্কাই সার্ভে সংস্থা প্রথম এটিকে ভূ-পৃষ্ঠের দিকে ধেয়ে আসতে দেখেন। ইউএফও-টির নাম দেওয়া হয়েছে WT1190F।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি এখন WT1190F-এর দিকে প্রতি সেকেন্ড নজর রেখে চলেছেন। এটি আছড়ে পড়লে সকলের উপরেই প্রভাব পড়তে পারে বলে আগাম সতর্ক করা হয়েছে।
   সূত্র :- কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে