শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৫১:৩৩

হামলার জন্য প্রস্তুত সব ক্ষেপণাস্ত্র !

হামলার জন্য প্রস্তুত সব ক্ষেপণাস্ত্র !

বিনোদন ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেছেন, যেকোনো শত্রুর অবস্থানে সুনির্দিষ্টভাবে আঘাত হানার লক্ষ্যে তার বাহিনীর সব ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার একটি টেলিভিশন চ্যানেলে দেয়া স্বাক্ষাৎকারে সিরিয়ার দেইর আয জোরে উগ্র গোষ্ঠী দায়েশের অবস্থানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, তেহরানে অবস্থিত ইরানের সংসদ ভবন এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ)'র মাজার প্রাঙ্গনে দায়েশের সন্ত্রাসী হামলার জবাবে তার বাহিনীর ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত নিখুঁতভাবে সিরিয়ায় দায়েশ অবস্থানে আঘাত হানতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, দায়েশের অবস্থানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে সবার জন্য এই বিরাট বার্তাই বহন করছে যে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের আকাশসীমা অতিক্রম করে সিরিয়ার দায়েশের অবস্থানে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

গত ৭ জুন দায়েশের জোড়া হামলায় ১৮ বেসামরিক ব্যক্তি নিহত ও ৫২ জন আহত হওয়ার পর আইআরজিসি সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় আইআরজিসির ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।-বাসস
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে