শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১২:৫৩:৫৬

মিসরে সব ফ্লাইট স্থগিত করল রাশিয়া

মিসরে সব ফ্লাইট স্থগিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মিসরে এ৩২১ মডেলের বিমানটি বিধ্বস্তের পর রাশিয়াও দেশটিতে সব ধরনের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। শনিবার মিসরের অবকাশযাপন কেন্দ্র শার্ম আল-শেখ থেকে ২২৪ জন লোক নিয়ে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে যাওয়ার সময় সিনাইয়ে বিধ্বস্ত হয় এ মেট্রোজেট এয়ারবাসটি। এতে বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু ঘটনা স্থলেই নিহত হন। নিহতের বেশির ভাগই রাশিয়ার নাগরিক। ইসলামিক স্টেট বা আইএস সমর্থিত মিসরের সিনাইভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করলেও কীভাবে তারা বিমানটি বিধ্বস্ত করেতে সক্ষম হয়েছে তা বলেনি। ব্রিটিশ গোয়েন্দারা শুক্রবার ঘোষণা দেয় যে, বিমানটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে সেখানে একটি বোমা রাখা হয়। তাদের এমন ঘোষণার অল্প সময়ের মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে মিসরে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হলো। এর আগে ব্রিটেন মিসরে সব ধরনের ফ্লাইট স্থগিত করে। বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘোষণা দিয়েছেন। যদিও ঘটনার পর রাশিয়া ও মিসরের পক্ষ থেকে বলা হয়েছিল, বিষয়টি নিয়ে দ্রুত কোনো মন্তব্য করা উচিত হবে না। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে