শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০১:০৮:৪৩

‘শ্রীরামের জন্ম পাকিস্তানে, ভারতের অযোধ্যায় নয়'

‘শ্রীরামের জন্ম পাকিস্তানে, ভারতের অযোধ্যায় নয়'

আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যা নয়, শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল পাকিস্তানে, এমনই দাবি করলেন আবদুল রহিম কুরেশি। অল ইন্ডিয়া মুসলিম পারসনাল ‘ল’ বোর্ডের সদস্য আবদুল রহিম তার লেখা "ফ্যাক্টস অফ অযোধ্যা ইপিসোড" বইয়ে দাবি করেছেন, শ্রীরামের জন্ম ইসমাইল খা' জেলায়, সেটি পাকিস্তানে অবস্থিত। শ্রীরামের জন্মস্থান নিয়ে হিন্দুদের ধর্মীয় গ্রন্থে তথ্য থাকলেও তার দাবি শ্রীরামের পূর্বপুরুষ থাকতেন পাকিস্তানের সিন্ধু অঞ্চলে। শ্রীরামের পিতা রাজা দশরথ বর্তমান ভারতের পাঞ্জাব, হরিয়ানা পর্যন্ত সম্রাজ্য বিস্তৃত করে। তার মতে পাকিস্তান ও পূর্ব আফগানিস্তান পর্যন্ত রাজা দশরথের সম্রাজ্য ছিল। আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র সাবেক কর্মকর্তা জাসু রামও এই তথ্য বিশ্বাস করেন বলে দাবি করেছেন কুরেশি। তিনি মনে করেন, পাকিস্তানের ইসমাইল খা’ জেলায় রহমন ধেরি হল সেদিনের শ্রীরামচন্দ্রের জন্মস্থান। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে