শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০১:১৩:১৫

আমি একজন নারীবাদী বলতে দ্বিধা নেই ‘মালালা’

আমি একজন নারীবাদী বলতে দ্বিধা নেই  ‘মালালা’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নারীবাদী আন্দোলনের তরুণী এবং শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই বলেছেন, তিনি নিজেকে নারীবাদী বলতে দ্বিধা করেন না। হলিউড অভিনেত্রী এমা ওয়াটসনের সঙ্গে একান্ত আলোচনায় এ কথা বলেছেন তিনি। জাতিসংঘের নারী বিষয়ক দূত এমা ওয়াটসনকে মালালা জানান, নারীদের ব্যাপারে জাতিসংঘে যে সব বক্তব্য তিনি (ওয়াটসন) দিয়েছেন তা তার (মালালা) দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। এর আগে মালালা নিজেকে নারীবাদী বলতে সঙ্কোচবোধ করতেন বলে উল্লেখ করেন। সম্প্রতি মালালাকে নিয়ে ‘হি নেমড মি মালালা’ নামে একটি ডকুমেন্টারি তৈরী হয়েছে। নির্মিত এ ডকুমেন্টারির প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়াটসনের সঙ্গে একান্ত আলোচনায় মালালা ওই সব কথা বলেন। তিনি বলেন, ‘নারীবাদী একটি কৌশলী শব্দ। শব্দটি যখন আমি প্রথম শুনি তখন বেশিরভাগই সমালোচনা শুনেছি। আমি নারীবাদী কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম।’ মালালা জানান, এরপর জাতিসংঘে ওয়াটসনের দেওয়া নারীবাদী আলোচনা শুনে সে ধারণা পাল্টে গেছে। এখন নিজেকে নারীবাদী বলতে তার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না বলেও জানান মালালা। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে