শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৩৮:৪১

এই মুহুর্তে সবথেকে বড় খবর, মিয়ানমারে বিস্ফোরণ

এই মুহুর্তে সবথেকে বড় খবর, মিয়ানমারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের মানদালয়ে বিস্ফোরণে অন্তত একজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বিস্ফোরণের ঘটনাকে আঞ্চলিক হুমকি হিসেবে উল্লেখ করে বলছেন, ওই অঞ্চলকে অস্থিতিশীল করতে এ বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিস্ফোরণে আহত কো জ্য হেইন (২৮) নামে আহত এক ব্যক্তিকে মানদালয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মানদালয়ের চানায়েথাজান শহরের কাছের একটি সড়কে সন্দেহজনক বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ওই ব্যক্তি আহত হয়। বিস্ফোরণে তার মটরসাইকেলের ক্ষতি হয়েছে।

শুক্রবার মান্দালয় আঞ্চলিক সরকারের সচিব ইউ মিয়েন্ট টিন সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এই মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, অপরাধীদের শিগগিরই ধরা খুব কঠিন। তবে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন আঞ্চলিক সরকারের এই কর্মকর্তা।

সচিব ইউ মিয়েন্ট টিন বলেন, বিস্ফোরণের এই ঘটনা ছোট ছিল। সেকারণে বড় ধরনের প্রভাব পড়েনি। তবে এটা পরিষ্কার যে, এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলার চেষ্টা চলছে।
-ইরাবতি/বাংলা ট্রিবিউন
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে