শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:১৬:৩৪

এগিয়ে আসলো রাশিয়া

 এগিয়ে আসলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:  এগিয়ে আসলো রাশিয়া, পিয়ংইয়ং-এর সঙ্গে মিসাইল নিয়ে কাজ করতে চায় মস্কো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার মিসাইল সংক্রান্ত সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ান রাষ্ট্রদূত ওলেগ বারমিস্ত্রোভের সঙ্গে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রকের আধিকারিক চো সন হুই-এর বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার মন্ত্রীর সঙ্গেও দেখা করেন চো। রাশিয়ার তরফ থেকে একথা স্পষ্টভাবে জানানো হয়েছে যে শান্তি বজায় রাখতে তারা যৌথভাবে কাজ করতে ইচ্ছুক।

সূত্রের খবর, উত্তর কোরিয়ার নাম্পো ন্যাভাল শিপইয়ার্ডে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণে একযোগে সহায়তা করছে চিন ও রাশিয়ার ইঞ্জিনিয়াররা। ডিজেল-বিদ্যুতের চেয়ে পরমাণু সাবমেরিন নির্মাণের কাজ তুলনামূলক ভাবে জটিল ও ব্যয় বহুল। অবশ্য পরমাণু ডুবোজাহাজের গতি অনেক বেশি হয়। সাগর তলে প্রায় অনির্দিষ্টকাল ওঁত পেতে বসে থাকতে পারে। জ্বালানির জন্য জলের ওপর ওঠার কোনও প্রয়োজন না থাকায় এমনটি সম্ভব হয়। এ ছাড়া, এ ধরণের সাবমেরিন দিয়ে চালানো যায় বহুমুখী ও বিস্তৃত তৎপরতা।

পরমাণু সাবমেরিন সাধারণ ভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হয়ে থাকে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ ক্ষেপণাস্ত্রের চেয়ে তুলনামূলক সংগোপনে ও নিঃশব্দে এ অস্ত্র জলের তল থেকে ছোঁড়া যায়। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দিনের পর দিন জোরদার হয়ে উঠছে। এ ছাড়া, দেশটি ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ছয় দফা সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

উত্তর কোরিয়া বহরে ৫০ থেকে ৬০টি ডিজেল-বিদ্যুৎ চালিত সাবমেরিন রয়েছে। পরমাণু ডুবোজাহাজ যোগ হলে তাতে নৌবহরের সক্ষমতা নিঃসন্দেহে এক লাফে বহুদূর এগিয়ে যাবে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে