শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:১৭:২৮

‘মোদি মিথ্যাবাদী’ যে কারণে বললেন, রাজ ঠাকরে

‘মোদি মিথ্যাবাদী’ যে কারণে বললেন, রাজ ঠাকরে

আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ মুম্বাইবাসীর নিত্য ব্যবহার্য রেলের সুরক্ষার হাল ঠিক না করলে এখানে বুলেট ট্রেনের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'মিথ্যাবাদী' বলতেও ছাড়েননি তিনি।

শুক্রবার মুম্বাইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রাজ। তাঁর কথায়, মোদি বড়বড় প্রতিশ্রুতি দেন। পরে তা খারিজ করে বলেন, এগুলো নির্বাচনী ভাঁওতা ছিল। কেমন করে দিনের পর দিন এমন মিথ্যা বলা যায়? ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে এবং পরে সব বিবৃতি পাল্টেছেন মোদি।

এরপরেই বুলেট ট্রেন গড়তে দেবেন না জানিয়ে রাজ বলেন, 'আমি বুলেট ট্রেনের জন্য একটি ইঁটও গাঁথতে দেব না যতক্ষণ মুম্বইয়ের নিত্য যাত্রীদের সমস্যার সমাধান হয়। মোদি যদি চান তবে তা গুজরাট থেকে বুলেট ট্রেন চালাতে পারেন।

ওরা যদি ক্ষমতা প্রয়োগ করে তবে আমরাও প্রতিরোধ গড়ব।' সুরেশ প্রভুকে সরিয়ে পীযূষ গোয়েলকে রেলমন্ত্রী করার পিছনে বুলেট ট্রেন প্রকল্পের হাত দেখছেন রাজ। রাখঢাক না করেই তিনি বলেছেন, 'এই গোয়েলটা কোনও কাজের নয়।

প্রভু অনেক কাজের ছিলেন।' ক্ষুব্ধ রাজ বলেছেন, দেশের লোক মারতে পাকিস্তানি শত্রুর দরকার নেই, রেলই যথেষ্ট।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে