শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১০:৪৭

ইসরাইলের নয়টি ড্রোন বিধ্বস্ত

ইসরাইলের নয়টি ড্রোন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: হেবরন এবং বেথেলহামের মধ্যে ইসরাইলের ড্রোন ভুপাতিত হবার ঘটনা ঘটেছে। সেনাদের একটি মিশন চলাকালিন এই ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে ইসরাইলি দখলদার বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, সেনাদের একটি নিয়মিত অভিযান চলাকালিন আকাশে উড্ডয়নরত ড্রোন বিধ্বস্ত হয়। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পশ্চিম তীরের বেথেলহামে ধ্বংসাবশেষও খুঁজে পেয়েছি।

উল্লেখ্য এই বছরের শুর থেকে এ পর‌্যন্ত গাজার বিভিন্ন জায়গায়  পশ্চিম তীর এবং দক্ষিণ লেবাননের ইসরাইলী দখলদার বাহিনীর নয়টি ড্রোন বিধ্বস্ত হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে