শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫৩:৫০

'প্রয়োজনে সীমান্তে আরো সার্জিক্যাল স্ট্রাইক'

'প্রয়োজনে সীমান্তে আরো সার্জিক্যাল স্ট্রাইক'

আন্তর্জাতিক ডেস্ক: গত এক বছরে জঙ্গি আক্রমণের জেরে সীমান্তে বেড়ে গেছে সেনা জওয়ান এবং স্থানীয় বাসিন্দাদের মৃত্যুর সংখ্যা। সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তিতে এমনই একটি তথ্য উঠে এল ইন্ডিয়াস্পেন্ডের সমীক্ষায়।
সেই সমীক্ষা অনুযায়ী, সীমান্তে গত এক বছরে মৃতের সংখ্যা প্রায় ৩১ শতাংশ বেড়ে গেছে।

জানা গেছে, ২০১৫-১৬-তে এই সংখ্যাটি ছিল ২৪৬। কিন্তু ২০১৬-১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৩২৩। গত বছর সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পরই সীমান্তে নাকি প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে।

যদিও এসবের মধ্যেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, প্রয়োজনে ভারত আবার সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। একইসঙ্গে তিনি আরো বলেছেন, অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি থাকার ফলেই সীমান্ত দিয়ে বারবার ভারতে প্রবেশ করছে পাকিস্তান।

তবে, সমীক্ষা অনুযায়ী, গত বছরের তুলনায় এই বছরে অনেকাংশে কমেছে নিরাপত্তারক্ষীদের প্রাণহানি। গত বছরের তুলনায় প্রায় তা ২.৫ শতাংশ কমে গেছে।

সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী যে পাল্টা আঘাত হানতে পারে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিগুলিতে অপারেশন তারই প্রমাণ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে