বন্দি সমুদ্র সৈকতে `সুনামি মেঘ' আতঙ্কে সিডনি
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের নভেম্বর মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম ইঙ্গিত অনেক দিন ধরেই দিচ্ছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি সিডিনির বন্দি সমুদ্র সৈকতের ধ্বংস হওযার সঙ্কেত মিলল কি? সিডনির আকাশে দেখা মিলল সুনামির মতো মেঘের।
সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করেই সারা আকাশ ছেয়ে যায় মেঘে। মেঘটিকে দেখে মনে হচ্ছিল, একটি বড়ো ঢেউ যেন তেড়ে আসছে তীরের দিকে। যেন এখনই ভেঙে পড়বে পুরো আকাশটা। ভেসে যাবে পুরো সিডনি।
অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদরা বারবার আবহাওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন সকাল থেকেই। তাদের মতে, কোনা বড় রকমের প্রাকৃতিক বিপর্যয়ে ঘটতে পারে অস্ট্রেলিয়ায়। যার জন্য সকাল থেকেই সমুদ্রসৈকতে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিলেন। কিন্তু সুনামি মেঘ দেখতে মানুষের ঢল নামে বন্দি সমুদ্র সৈকতে। চলে এই মেঘের ফটো তোলাও।
বেলা বাড়ার সঙ্গে গরম ঝোড়ো হাওয়া বইতে শুরু করে সমুদ্র তীরে। সুনামি মেঘের মাধ্যমে বিজ্ঞানীদের সঙ্গে কি তাহলে প্রকৃতিও কোনভাবে পৃথিবীর ধ্বংস হওয়ার ইঙ্গিত দিচ্ছে?
৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ