রবিবার, ০১ অক্টোবর, ২০১৭, ০৯:৫৩:৪৭

‘আল্লাহু আকবর’ বলে স্টেশনে ভয়াবহ হামলা

‘আল্লাহু আকবর’ বলে স্টেশনে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  রবিবার এই ঘটনা ঘটেছে ফ্রান্সের মারসেলি স্টেশন। দুই হামলাকারীকেই হত্যা করেছে ফরাসি সেনা।

পুলিশ সূত্রে খবর, ওই হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চীৎকার করে ওঠে। হামলাকারীদের সঙ্গে এর থেকে বেশি আর কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ ওই জায়গা ঘিরে ফেলেছে ও এলাকার মানুষজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন যে তিনি এক ব্যক্তিকে ছুরি বের করতে দেখেন। সেই ব্যক্তি প্রথমে এক তরুণীকে ও পরে এক মহিলাকে ছুরি মারে। এরপরেই ‘আল্লাহু আকবর’ বলে চীৎকার করে ওঠে।

গত দু’বছরে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে ফ্রান্সে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে