আন্তর্জাতিক ডেস্ক : মিশরে মিয়ানমার দূতাবাসে একটি বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি গোষ্ঠী হাজম। এর মধ্যদিয়ে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়নের জবাব দিয়েছে বলে জানিয়েছে তারা। গত শনিবার ওই বিস্ফোরণের পরদিন রবিবার এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী হাজম।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘটনাটি সম্পর্কে কোনও মন্তব্য করেনি। তবে দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ঘটনাস্থলে বিস্ফোরকের আলামত পেয়েছেন তারা। এক বিবৃতিতে হাজম জঙ্গিরা বলেছে, এ বোমা বিস্ফোরণ মুসলিম অধুষ্যিত রাখাইন রাজ্যে নারী, শিশুদের হত্যাকারী ও খুনিদের দূতাবাসের জন্য একটি সতর্কসংকেত।
বিবৃতিতে বলা হয়েছে, কোনও বেসামরিক নাগরিক বা নিরীহ মানুষ যাতে হতাহত না হয় সেজন্য আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এ অভিযান চালিয়েছি। অন্যথায়, আপনারা এক জ্বলন্ত অগ্নিকুন্ড দেখতেন যা নিবারণ করা সম্ভব হত না। ঘটনাটি সম্পর্কে মিয়ানমারের দূতাবাস কোনও মন্তব্য করেনি।
এমটিনিউজ২৪/এম.জে