সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ০৯:৩৩:৫৬

হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র : ঘন্টায় গতি ১২ হাজার ৩৯১ কিলোমিটার

হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র : ঘন্টায় গতি ১২ হাজার ৩৯১ কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা এবং অস্ট্রেলিয়া যৌথভাবে X-51A ওয়েবরাইডার নামের  এক হাইপারসোনিক এয়ারক্রাফ্ট মিসাইল পরীক্ষা করছে যা সেকেন্ডে এক মাইল পর্যন্ত উড়তে সক্ষম। এ হাইপারসোনিক মিসাইলের গতি শব্দের গতিবেগের থেকে ৫গুন বেশি। এর গতি প্রতি ঘন্টায় ৬,২০০ থেকে ১২,৩৯১ কিলোমিটারের মধ্যে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর গতি বেড়ে ১২,৩৯১ কিলোমিটার হয়েছে প্রতি ঘন্টায়।

বহু ব্যালিস্টিক মিসাইল এই হাইপারসোনিকের থেকেও বেশি গতিবেগের হয়ে থাকে। কিন্তু সেসব ব্যালিস্টিক মিসাইলের গতিপথ উপগ্রহের মাধ্যমে নজরবন্দি করা যায়। আমেরিকার কাছে এমন ধরনের ব্যবস্থা রয়েছে যা এই সব মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে। তাই এর থেকে হাইপারসোনিক মিসাইল বেশিই কার্যকরী, কারণ এদের ট্র্যাক করা যায় না। এই সব হাইপারসোনিক মিসাইল মাঝপথ থেকে তার গতিপথও পরিবর্তন করতে সক্ষম।-কলকাতা টোয়েন্টিফোর
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে