আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট এইচ ডাব্লু বুশ আত্মজীবনীমূলক গ্রন্থে তাঁর ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী এবং তার পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড রামসফেল্ডের সমালোচনা করেছেন। বইটি আগামী সপ্তাহে প্রকাশিত হবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাদের দাম্ভিকতা এবং কট্টরপন্থীদের প্রভাবের ফলে প্রেসিডেন্ট অনেক কিছুই সঠিক ভাবে করেননি।
অনেকেই দীর্ঘ দিন সন্দেহ করেছেন যে তার পুত্রের অনেক সিদ্ধান্তই তিনি সমর্থন করেননি। তবে প্রশ্ন দেখা দিয়েছে বাবা বুশ কেন এত দিন অপেক্ষা করেছেন?
৭/এমটিনিউজ২৪/এসপি/এমইউ