আন্তর্জাতিক ডেস্ক : দেশের দ্বিতীয় যুদ্ধবিমানবাহী রণতরী তৈরি করছে চিন। তবে সম্পূর্ণ ঘরোয়া প্রযুক্তিতেই তারা এটা বানাচ্ছে বলে ঘোষণা করেছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক। দাইলান বন্দরে তৈরি হচ্ছে ৫০,০০০ টনের এই রণতরী। তবে এটি পরমাণু শক্তিচালিত হবে না বলেই জানা গিয়েছে।
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়াতেই নিজেদের যুদ্ধসাজ বাড়াতে চলেছে চিন। প্রায় ২৫ বছর আগে তৈরি হয়েছিল চিনের প্রথম এয়ারক্রাফট কেরিয়ার লিয়াওনিং। ২০১২ তে সেটি বাতিল করে দেওয়া হয়। সেই রণতরীর উপর গবেষণা চালিয়েই তৈরি হচ্ছে নতুনটি। বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত অনেক উন্নতি করা হবে বলেও জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সূত্রে এই রণতরীর কথা শোনা যাচ্ছিল। এবার সেবিষয়ে স্পষ্ট ঘোষণা করল চিন সরকার। সম্প্রতি বেশ নিজেদের ভাণ্ডারে বেশ কিছু ফ্রিজেট, ডেস্ট্রয়ার ও নিউক্লিয়ার সাবমেরিন যোগ করেছে চিন।
নতুন এই রণতরী বহন করবে চিনের জে ১৫ এয়ারক্রাফট সহ অন্যান্য যুদ্ধবিমান। তবে কবে থেকে এই রণতরী সক্রিয় হবে তা এখনও জানা যায়নি। দক্ষিণ চিন সাগরে শত্রুপক্ষের আনাগোনা বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে চিনের দাবি। তবে এই রণতরী চালানোর মত দক্ষ চালক নেই।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস