আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নয়া রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিল ইতালি৷ কিম জং উনের একের পর এক মিসাইল লঞ্চ এবং পরমাণু অস্ত্র পরীক্ষার প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
বিদেশমন্ত্রী অ্যাঞ্জেলিনো অ্যালফানো ইতালির এক সংবাদপত্রে এই পদক্ষেপের কথা রবিবারই জানান বলে সূত্রের খবর৷ এই সাক্ষাৎকারে তিনি জানান, তাঁরা এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে এই দেশ ত্যাগ করতেই হবে৷ তিনি আরও জানান, পিয়ংইয়ং যদি নিজেকে সংশোধন না করে তাহলে তাকে একঘরে করে দেওয়ার পদক্ষেপও যে অবশ্যম্ভাবী একথা তার মাথায় রাখা উচিৎ৷ যদিও ইতালি কূটনৈতিক সম্পর্ক যে ভাঙছে না সে বিষয়েও জানিয়ে দেয়৷ যোগাযোগ কায়েম রাখা সবসময়ই প্রয়োজন৷
দক্ষিণ কোরিয়ার রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন পদ খালি থাকার পর গত জুলাইয়ে রোমে, মুন জং-নাম-কে নিজেদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে উত্তর কোরিয়া৷ রোমে সেই রাষ্ট্রদূত কাজ করতে শুরু করলেও ইতালির কর্তৃপক্ষের সঙ্গে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এখনও তিনি সম্পূর্ণ করেননি৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস