আন্তর্জাতিক ডেস্ক: পর্দায় তিনি ভিলেন। মেলোড্রামায় ভরা থাকে কাজকর্ম। বহু ভাষার ছবিতে অভিনয় করেছেন। কিন্তু চিত্রনাট্যের বাইরে বেরিয়ে বাস্তবে তিনি একজন দেশপ্রেমিক। আর সেখান থেকেই স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগতেও দ্বিধা করলেন না জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক প্রকাশ রাজ।
গৌরী লঙ্কেশ হত্যায় অনুগামীদের উল্লাসে মোদির নীরবতা নিয়ে তিনি বলেন, ‘উনি (মোদি) আমার থেকেও বড় অভিনেতা হওয়ার চেষ্টা করছেন।’ তার এই মন্তব্যেই তীব্র হইচই পড়ে গেছে ভারতজুড়ে।
বেঙ্গালুরুতে বামমনস্ক ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশনের রাজ্য সম্মেলনের উদ্বোধনে এ কথা জানান অভিনেতা।
তিনি জানান, গৌরী লঙ্কেশের হত্যাকারীদের এখনও খুঁজে পাওয়া যায়নি। সে তো না হয় হলো। কিন্তু লঙ্কেশ খুনে বহু মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা সবাই জানি, তারা কারা, কোন আদর্শে অনুপ্রাণিত। তাদের কেউ কেউ আবার প্রধানমন্ত্রীরও অনুগামী।
অনুগামীদের উচ্ছ্বাস প্রকাশে প্রধানমন্ত্রীর নীরবতাকে কটাক্ষ করে তিনি বলেন, এই নীরবতাই জানান দিচ্ছে উনি আমার থেকেও বড় অভিনেতা হওয়ার চেষ্টা করছেন। এই অভিনেতা জানান, মোদি যদি এরকম হিংসাকে মদদ দিয়ে চুপ করে থাকাই শ্রেয় মনে করেন, তাহলে তিনিও তার পাঁচটি জাতীয় পুরস্কার মোদিকে ফিরিয়ে দিতে দ্বিধা করবেন না।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস