আন্তর্জাতিক ডেস্ক : নতুন সুপারসনিক মিসাইল প্রকাশ্যে আনল চিন। CM-302 নামের এই মিসাইলটি বিশ্বের সবথেকে শক্তিশালী ও ভয়ানক অ্যান্টি-শিপ মিসাইল বলে আখ্যা দিচ্ছে বেজিং।
চিনের এয়ারোস্পেশ সায়েন্সের মুখপাত্র লু জিয়োগে জানিয়েছেন, ইন্দো-রাশিয়ান ব্রহ্মোস মিসাইল কিংবা রাশিয়ান SSN-26 স্ট্রোবাইল মিসাইলের থেকেও শক্তিশালী এটি। ঝুয়াই এয়ারশোতেই আত্মপ্রকাশ করে এই মিসাইল। জানা গিয়েছে, এই মিসাইল সুপারসনিক অর্থাৎ শব্দের থেকেও বেশি গতিবেগে ছুটতে পারে।
একই সঙ্গে রণতরী, এয়ারক্রাফট কিংবা কোনও স্থলযানে এই মিসাইল স্থাপন করা যায়। এই সুবিধা আর কোনও মিসাইলে নেই বলে উল্লেখ করা হয়েছে। জিয়োগের মতে অন্য মিসাইলগুলো সুপারসনিক হলেও তা সবকিছুতে স্থাপন করা যায় না।
তবে, ব্রহ্মোস বিশ্বের সবথেকে দ্রুতগতির মিসাইল। স্থলযান বা জাহাজ থেকে ছোঁড়ার জন্য ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে ব্রহ্মোস। সাবমেরিন থেকে লঞ্চ করার মিসাইল এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এছাড়া তৈরি করা হচ্ছে ব্রহ্মোস-২, যার গতি হবে আরও বেশি। ২০১৭-তেই তৈরি হয়ে যাবে সেটি। অন্যদিকে, চিনের এই CM-302 মিসাইলর সর্বোচ্চ গতিবেগ হতে । --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে