সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ১১:৩৮:৩২

চিন সাগরের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেজিং

চিন সাগরের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেজিং

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চিন সাগর বিতর্কিত দ্বীপ হাইনানে ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করতে চলেছে বেজিং।  উপগ্রহ থেকে তোলা ছবিতে এমনটাই চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে।

দ্বীপটিতে চিনের গণমু্ক্তি ফৌজের নৌঘাঁটি রয়েছে এবং দুই মাসের মধ্যে দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েকটি ব্যবস্থা বসানো হয়েছে।  এই উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েনের ধরণ থেকে মনে হচ্ছে, ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। 

এই সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে চিনের জন্য দূরবর্তী এলাকায় শক্তি প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে। উপগ্রহ থেকে দু’বছর আগে তোলা ছবিতে একই ধরণের দৃশ্য দেখা গিয়েছিল।  কিন্তু দ্বীপের পরিকাঠামো উন্নয়নের জন্য পরে এই সমস্ত সব সরিয়ে নেওয়া হয়েছিল।

পুনরায় এই সব স্থাপনের ফলে ধারণা করা হচ্ছে যে দ্বীপ উন্নয়নের কাজ শেষ হয়েছে।  দক্ষিণ চিন সাগরের এই অঞ্চলের দ্বীপপুঞ্জের ওপর চিন ছাড়াও ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সার্বভৌমত্ব দাবি করছে।  হাইনান দ্বীপ থেকে এ সব দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করা সম্ভব। --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে