মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০১৭, ০৯:৩৬:০৪

এই মুহুর্তের খবর, শ্রীনগরে সেনাবাহিনীর সঙ্গে চলছে গুলির লড়াই

  এই মুহুর্তের খবর, শ্রীনগরে সেনাবাহিনীর সঙ্গে চলছে গুলির লড়াই

আন্তর্জাতিক ডেস্ক : বিমানবন্দরের অদূরে সেনা ছাউনিতে হামলা চালাল জঙ্গিরা। ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগর।

জানা গিয়েছে,  শ্রীনগরে ভোর রাত থেকে চলছে গুলির লড়াই। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ শ্রীনগরের বিএসএফের ১৮২ নম্বর ব্যটেলিয়নের ছাউনিতে হামলা চালায় একদল জঙ্গি। গুলি ছুঁড়তে ছুঁড়তে সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। পালটা জবাব দিতে শুরু করে সেনাবাহিনী এবং বিএসএফ জওয়ানেরা।

উক্ত ঘটনায় মৃত্যু হয়েছে এক জঙ্গির। একইসঙ্গে জখম হয়েছেন তিন বিএসএফ জওয়ান। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছে সেনা জওয়ানেরা। সেই অনুযায়ী চলছে অভিযান। বিএসএফ জওয়ানেরা ছাড়াও এই অভিযানে সামিল হয়েছে সিআরপিএফ, ৫৩ আরআর এবং স্থানীয় এসওজেড জওয়ানেরা।

অন্যদিকে, এই ঘটনার জেরে নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে শ্রীনগর বিমানবন্দরের বিমান পরিষেবা। বিমান চালনা তো বন্ধ রয়েছেই, সেই সঙ্গে বিমানবন্দরের কর্মী এবং যাত্রীদেরকেও বিমানবন্দরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও ওই সেনা ছাউনির অদূরে অবস্থিত একটি স্কুলও বন্ধ রাখা হয়েছে এই জঙ্গি হামলার কারণে। সকাল সাড়ে আটটা নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর।

উপত্যকায় বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গিহানার পর নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের সকল মেট্রো শহরের বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এদিন সকালে একটি হাই লেভেল বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে